ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ; ছাত্রলীগের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদলের মামলা

|

ফাইল ফুটেজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা করেছে ছাত্রদল।

রোববার (২৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালতে এ মামলার আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী মানসুরা আলম। আদালত মামলাটি আমলে নিয়ে শাহবাগ থানার ওসিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৬ মে ছাত্রদলের পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সংগঠনটির নেতাকর্মীরা দোয়েল চত্বর থেকে মিছিল বের করেন। এ সময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিভিন্ন কলেজ শাখা ছাত্রলীগ এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছাত্রদলের মিছিলে অতর্কিত হামলা শুরু করে। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে আশ্রয় নিলে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply