গ্রামভিত্তিক উন্নয়নে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

তৃণমূলের উন্নয়ন ব্যতীত দেশের উন্নয়ন সম্ভব নয়, তাই ক্ষমতায় থেকে গ্রামভিত্তিক উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পল্লী উন্নয়নে ভূমিকার জন্য সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (সিরডাপ) সম্মাননা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিরডাপের মহাপরিচালক ডা. চেরদসাক ভিরাপা রোববার সকালে (২৯ মে) গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ‘আজিজুল হক পল্লী উন্নয়ন পদক ২০২১’ তুলে দেন। এরপর প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় শেখ হাসিনা বলেন, তৃণমূলের উন্নয়নকে জোরদার করাই সরকারের লক্ষ্য। গ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতির উন্নতি হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তৃণমূলের উন্নয়নের জন্য স্বাস্থ্য ও শিক্ষা সেবা নিশ্চিতের পাশাপাশি গৃহহীনদের ঠিকানা নিশ্চিতেও সরকার কাজ করছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply