নিজস্ব প্রতিনিধি:
অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসন। রোববার (২৯ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ১০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।
অভিযানে সাতক্ষীরা শহরের আল আকসা হাসপাতালের নিবন্ধন না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ, বিসমিল্লাহ্ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দুই হাজার টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ, খুলনা রোড মোড়ের ক্রিস্টাল ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালকে নিবন্ধন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ এবং সোনালী ডায়াগনস্টিক সেন্টারসহ নিবন্ধন না থাকায় ১০টি প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করা হয়।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার জানান, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান করা হয়েছে। প্রথম দিন অভিযান চালিয়ে ১০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
ইউএইচ/
Leave a reply