গত সপ্তাহে মালয়েশিয়ার ১৪তম জাতীয় নির্বাচনে জয়লাভ করা জোট পাকাতান হারপানের অন্যতম নেতা কারাবন্দি আনোয়ার ইব্রাহিম মঙ্গলবারই মুক্তি পাবেন বলে জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।
মালয় মেইল জানাচ্ছে, আনোয়ারের জন্য বিশেষ ক্ষমা ঘোষণা করতে মঙ্গলবার বিকাল ৫টায় ‘পার্ডনস বোর্ড’ এর বৈঠক আহ্বান করেছিলেন রাজা সুলতান মোহাম্মদ পঞ্চম। তবে আজ সোমবার নতুন এক ঘোষণা জানানো হয়েছে, মঙ্গলবার বিকালের পরিবর্তে সকাল ১১টায় বৈঠক এগিয়ে আনা হয়েছে।
রাজা সুলতান মাহমুদ, প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদসহ বোর্ডের অন্য সদস্যরা বৈঠকের সিদ্ধান্ত নেয়ার পরপরই বিকালে মুক্তি পেতে পারেন আনোয়ার।
মালয় মেইল একাধিক সূত্রের বরাতে জানিয়েছে, মূলত বিকালে মুক্তি নিশ্চিত করতেই বৈঠকের সময়সূচি আগানো হয়েছে। এদিকে আনোয়ারের মেয়ে নুরুল ইজ্জাহ জানিয়েছেন, বৈঠক এগিয়ে আনার ব্যাপারে তাদের পরিবারেরকেও জানানো হয়েছে।
কারাবন্দি আনোয়ার এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মুক্তির সিদ্ধান্ত হলে হাসপাতাল থেকেই বাসায় যাবেন তিনি।
প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সাথে একসময়ে বন্ধুত্ব ও তার মন্ত্রিসভায় যোগ দেয়ার পর ১৯৯৩ সাল থেকে ৫ বছর উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন আনোয়ার ইব্রাহিম। এরপর ১৯৯৮ সালে দুই নেতার মধ্যে বিরোধ দেখা দিলে আনোয়ারের বিরুদ্ধে ‘সমকামিতার মামলা দিয়ে’ জেলে পুরেন মাহাথির। ২০০৮ সাল থেকে ৫ বছর জেল খাটার পর ২০১৩ সালে মুক্তি পেলে দেশটির নির্বাচনে প্রধান বিরোধী দল হয় আনোয়ারের দল পিকেআর। এর চলতি বছরের নির্বাচনের আগে নাজিব রাজাকের বিরুদ্ধে পিকেআর এর নেতৃত্বাধীন জোট পাকাতান হারপানে যোগ দেন মাহাথির মোহাম্মদ।
Leave a reply