মাটির নিচে ইরানের ড্রোনঘাঁটি

|

মাটির নিচের একটি ড্রোনঘাঁটির ভিডিও প্রকাশ করেছে ইরান। গতকাল শনিবার (২৮ মে) দেশটির সরকারি টেলিভিশন চ্যানেলে ওই ভিডিও সম্প্রচার করা হয়। খবর রয়টার্সের।

প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি ও সেনাবাহিনীর কমান্ডার আবদোল রহিম মৌসাভি ড্রোনঘাঁটিটি পরিদর্শন করছেন। তাতে ড্রোনঘাঁটিটির অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি। তবে ভিডিও ধারণের সময় সেখানে থাকা প্রতিবেদক বলেন, ইরানের কেরমানশাহ শহর থেকে হেলিকপ্টারে করে ওই ঘাঁটিতে পৌঁছাতে তার প্রায় ৪০ মিনিট সময় লেগেছে। জানানো হয়, অভিযান চালানোর জন্য একশোর বেশি ড্রোন সেখানে রাখা হয়েছে।

মাটি থেকে কয়েক শ’ মিটার নিচে ড্রোনঘাঁটিটির অবস্থান বলে ভিডিওতে জানান আবদোল রহিম মৌসাভি। অন্যদিকে, মোহাম্মদ বাঘেরি বলেন, ড্রোনের মাধ্যমে ইরানের কৌশলগত হামলা চালানোর জন্য ঘাঁটিটি একটি নিরাপদ স্থান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply