রেপো সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

|

ছবি: সংগৃহীত।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেপো সুদহার ৪ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ব্যাংকগুলোকে এই হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে হবে।

রোববার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের জারি করা একটি সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

প্রায় ২ বছর পর বাংলাদেশ ব্যাংক এই হার সংশোধন করেছে। ২০২০ সালের জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংক পলিসি রেট ৫ দশমিক ২৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ দশমিক ৭৫ করেছিল। কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যাংক ঋণ নেয়ার পরিমাণ কমে আসতে পারে।

রিভার্স রেপো হার অবশ্য ৪ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনে এই হারে ব্যাংকগুলোর কাছ থেকে টাকা নেয়া হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply