Site icon Jamuna Television

যশোরে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, যশোর:

শংকরপুর চাতালের মোড়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আফজাল শেখ নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় একজন চায়ের দোকানদার। রোববার রাত আটটার পর আফজালের চায়ের দোকানের পাশেই ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা বলেন, আফজাল শেখকে সন্ত্রাসীরা ডেকে নিয়ে প্রকাশ্যে হত্যা করে এবং ঘটনাস্থলে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসীরা আতংক সৃষ্টি করে অন্যত্র চলে যায়। পরে তারা আফজাল শেখকে গুরুতর আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জসিম উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে যশোরের অ্যাডিশনাল এসপি বেলাল হোসেন বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ অভিযান চালাচ্ছে জড়িতরা দ্রুত আটক হবে।

ইউএইচ/

Exit mobile version