ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না রাশিয়া: রুশ রাষ্ট্রদূত

|

বিবিসি'কে সাক্ষাৎকার দিচ্ছেন আন্দ্রেই কেলিন।

ইউক্রেনে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে বিশ্বাস করেন না যুক্তরাজ্যে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কেলিন। রাশিয়ার সামরিক আইনানুযায়ী এসব অস্ত্র ব্যবহারের নিয়ম খুবই কড়া উল্লেখ করে তিনি বলেন, কেবল রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়লেই তা ব্যবহার করা হয়।

বিবিসি’কে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জানান, বর্তমান পরিস্থিতিতে এসব অস্ত্র ব্যবহারের কিছু নেই।

গত ২৪ ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পরই পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখন এটিকে হুমকি হিসেবে দেখা হচ্ছিল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply