আইপিএলের শিরোপা নবাগত গুজরাটের

|

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের শিরোপা জিতলো নবাগত গুজরাট টাইটানস। ফাইনালে রাজস্থান রয়্যালসকে সাত উইকেটে হারিয়েছে দলটি।

ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলে আইপিএলের এবারের ফাইনাল। একে তো ফাইনাল, তার উপর করোনা সংক্রমন কমার পর প্রথম কোনো জমজমাট আসর। স্টেডিয়ামে নামে দর্শকদের ঢল। এক লাখ ৩২ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামে হাজির হয় ১ লাখ ৫ হাজারের কাছাকাছি সমর্থক। ফাইনালের আগে স্টেডিয়ামে দেখা যায় বেশ জাকজমকপূর্ণ আয়োজন। নেচে গেয়ে সেখানে সাবেক ক্রিকেটারদের সাথে মেতে উঠেছিলেন রনবীর সিংসহ অনেকেই।

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রান করে রাজস্থান। জবাবে ১১ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছায় গুজরাট।

লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারাতে পারতো গুজরাট। ট্রেন্ট বোল্টের বলে স্কয়ার লেগে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন শুভমান গিল। কিন্তু ক্যাচ ফেলে দেন যুজবেন্দ্র চাহাল। গিল তখনও রানের খাতা খুলতে পারেননি। অষ্টম ওভারেও দুরূহ ক্যাচ তুলে দিয়েছিলেন। তবে দৌড়ে অল্পের জন্য নাগাল পাননি হেটমায়ার। সেই গিল শেষ পর্যন্ত করলেন হার না মানা ৪৫ রান।

তবে দলীয় ২৩ রানেই দুটি উইকেট তুলে নিয়ে শুরুতে চাপ সৃষ্টি করেছিল রাজস্থান। সে চাপ অবশ্য ধরে রাখতে পারেনি দলটি। তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক হার্দিককে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন গিল। ব্যক্তিগত ৩৪ রানে অধিনায়কের বিদায়ের পর বাকি কাজ ডেভিড মিলারকে নিয়ে শেষ করেন এ ওপেনার। মিলার করেন ৩২ রান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply