প্রথমবারের মতো কিয়েভের বাইরে যুদ্ধক্ষেত্র সফর করলেন জেলেনস্কি

|

খারকিভ সফরে ভোলদেমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত।

যুদ্ধ চলাকালে প্রথমবারের মতো রাজধানী কিয়েভের বাইরের রণক্ষেত্র সফর করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। রোববার (২৯ মে) পূর্বাঞ্চলীয় খারকিভে তিনি। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে প্রেসিডেন্টকে বুলেটপ্রুফ জ্যাকেট পরা অবস্থায় দেখা গেছে। তিনি ফ্রন্টলাইনে থাকা সেনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঘুরে দেখেন অঞ্চলটির বিধ্বস্ত এলাকাগুলো।

খারকিভ অঞ্চলে রুশ হামলায় কমপক্ষে দু’হাজার ২২৯টি ভবন-স্থাপনা গুড়িয়ে গেছে। প্রেসিডেন্ট জেলেনস্কি এক ভাষণে বলেন, অশুভ শক্তির আগ্রাসনে ধ্বংস হওয়া এলাকাটি সংস্কার করা হবে। ফিরিয়ে আনা হবে স্বাভাবিক জীবনযাত্রা।

সম্প্রতি দোনবাস এলাকায় মনোযোগ দেয়ার কারণে খারকিভ থেকে পিছু হটেছে রুশ সেনারা। তবে গত বৃহস্পতিবারও দ্বিতীয় বৃহত্তম এ শহরে গোলাবষর্ণে প্রাণ গেছে কমপক্ষে ৯ জনের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply