পাইলটের সেলফোনের অবস্থান শনাক্ত হয়েছে কাল, উদ্ধার তৎপরতা চলছে

|

নেপালে প্রতিকূল আবহাওয়ায় ব্যাহত বিধ্বস্ত বিমানের উদ্ধার তৎপরতা। এখনও অস্পষ্ট ২২ আরোহীর ভাগ্য। সোমবার (৩০ মে) সকালে তুষারপাতের মধ্য আবারও শুরু হলো অভিযান।

দুটি হেলিকপ্টার, সেনা, পুলিশ এবং হিমালয়ান রেসকিউ অ্যাসোসিয়েশনের সদস্যরা রয়েছেন অনুসন্ধানী দলে। নেপালের সামরিক মুখপাত্র নারায়ণ সিলওয়াল জানান, জিপিএসের মাধ্যমে পাইলটের সেলফোনের অবস্থান শনাক্ত করা হয়েছিল। যার নেটওয়ার্ক মেলে গারাপোনি গ্রামের কাছে। কিন্তু আলোস্বল্পতা এবং বৈরি আবহাওয়ার কারণে রোববার সন্ধ্যায় স্থগিত করা হয় তল্লাশি।

গতকাল সকাল ৯টা ৫৫ মিনিটে পোখরা থেকে ওড়ে বিমানটি। তারা এয়ারলাইন্সের নাইন এনএইটি ফ্লাইটের গন্তব্য ছিল জমসম এয়ারপোর্ট। কিন্তু উড্ডয়নের ১৫ মিনিটের মধ্যেই বিমানের সাথে কন্ট্রোল টাওয়ারের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়। তিনজন ক্রু ছাড়াও বিমানে ছিলেন চারজন ভারতীয়, দুজন জার্মান পর্যটক এবং ১৩ নেপালি যাত্রী।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply