পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় রাখার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে।
সোমবার সকালে সচিবালয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব জানান, সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা একটি বড় সমস্যা। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে মন্ত্রণালয়টির নাম পরিবর্তন করা হচ্ছে।
এছাড়া কক্সবাজারের মহেশখালিতে আমদানীকৃত অপরিশোধিত জ্বালানীর জন্য পাইপ লাইন বসাতে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে বন অধিদপ্তরের ২০০ একর জমিতে এক হাজার ৭০১টি গাছ কাটার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর হাতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপনে একটি রেপ্লিকা তুলে দেন মন্ত্রিসভার সদস্যরা। এসময়, স্যাটেলাইটের সফল উৎক্ষেপনে সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১২ তলায় মন্ত্রিপরিষদ বৈঠকের জন্য নির্মিত নতুন কক্ষে আজ প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply