মদ্যপ অবস্থায় গ্রেফতার মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী

|

ন্যান্সি পেলোসি এবং তার স্বামী। ছবি: সংগৃহীত।

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। খবর সিএনএন এর।

স্থানীয় সময় শনিবার (২৮ মে) মধ্যরাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নাপা কাউন্টিতে পলকে গ্রেফতার করে ট্রাফিক পুলিশ। তার বিরুদ্ধে দু’টি লঘু অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে একটি হলো, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো এবং রক্তে অ্যালকোহলের মাত্রা ০.০৮ শতাংশ বা তার বেশি পাওয়া।

সিএনএন এর তথ্য বলছে, শনিবার গ্রেফতার করে ৫ হাজার ডলারের মুচলেকা নিয়ে রোববার (২৯ মে) সকালেই পলকে ছেড়ে দেয়া। তাকে যখন গ্রেফতার করা হয়, সেই সময় ন্যান্সি পেলোসি রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানের বক্তব্য দিচ্ছিলেন।

এ নিয়ে এরই মধ্যে একটি বিবৃতি প্রকাশ করেছে মার্কিন স্পিকার ন্যান্সির মুখপাত্র ড্রিউ হ্যামিল। সেখানে তিনি বলেন, ব্যক্তিগত বিষয়ে কোনো মতামত দেবেন না স্পিকার। এ ঘটনাটি তার পূর্ব উপকূলে অবস্থান করার সময় ঘটেছে।

পল সান ফ্রান্সিসকোর স্থানীয় বাসিন্দা। ১৯৬৩ সালে তিনি বিয়ে করেন ন্যান্সি পেলোসিকে। তাদের ৫ সন্তান আছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply