কুমিল্লায় জমে উঠছে ভোটযুদ্ধ, কথার লড়াইয়ে প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা সবার

|

কুমিল্লা শহরে জমে উঠছে ভোটযুদ্ধের মাঠ। নির্বাচনী প্রচারণা ঘিরে বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগ। কথার লড়াইয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করছেন সবাই। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সিটি করপোরেশনের দশ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দিয়েছেন।

পাল্টা অভিযোগ করে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, মাদক সংশ্লিষ্টতায় অভিযুক্ত আওয়ামী লীগ প্রার্থী। সোমবার (৩০ মে) সকালে গণসংযোগ শেষে নিজ কর্মীদের তালিকা করে হয়রানির অভিযোগ করেন স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সার। বলেন, আমার কর্মীদের তালিকা করে ধরা হচ্ছে। কুমিল্লার রাজনীতির প্রভাব পড়বে সারাদেশে। জনস্রোত এখন নৌকার বিরুদ্ধে বলে মন্তব্য করেন তিনি।

কাউকে হয়রানির অভিযোগ অস্বীকার করেন নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত। এদিন দুপুরে গনসংযোগকালে তিনি বলেন, গেলো দশ বছর সিটি কর্পোরেশন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। মানুষ এবার পরিবর্তন চায়। সাক্কুকে ইঙ্গিত করে বলেন, উনি দুর্নীতি মামলায় জামিন নিছে। বিপরীতে
আরফানুল হক রিফাতকে ইঙ্গিতকে করে মনিরুল হক সাক্কু বলেন, মাদক সংশ্লিষ্টতায় উনার নাম এসেছে, আমার না।
সোমবার শহরের নিউমার্কেট এলাকায় গণসংযোগ করেন সাবেক মেয়র। অসমাপ্ত কাজ চালিয়ে যেতে সুযোগ চান তিনি। পাশাপাশি মাদক সংশ্লিষ্টতার অভিযোগ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে।

এবারের কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর মিলে ১৪৭ জন প্রার্থী চেষ্টা করছেন ভোটারদের দৃষ্টি আকর্ষনের। আগামী ১৫ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply