ভিয়েতনামের কাচের তৈরি সেতু জায়গা করে নিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে

|

গেল এপ্রিল মাসে পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছিল ভিয়েতনামের একটি কাচের তলার সেতু যা বিশ্বের দীর্ঘতম সেতু হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে৷ গিনেস ওয়ার্ল্ডের কর্মকর্তারা এ সপ্তাহের শেষে ‘বাচ লং’ ব্রিজটিকে সার্টিফিকেট দিয়েছেন। খবর সিএনএন এর।

সিএনএন এর খবর থেকে জানা যায়, ঝুলন্ত সেতুটি ভিয়েতনামের সন লা প্রদেশ এবং রাজধানী হ্যানয়ের উত্তর-পশ্চিমে অবস্থিত। ২ হাজার ৭৩ ফুট দীর্ঘ সেতুটি স্থানীয় পর্যটন কর্তৃপক্ষ এবং একটি ফরাসি নির্মাণ সংস্থার যৌথ সহযোগিতায় তৈরি করা হয়েছে। এটি মাটি থেকে প্রায় ৪৯২ ফুট উপরে ঝুলে আছে।

ভিথিথু নামের ভ্রমণকারী একজন পর্যটক গণমাধ্যমকে বলেন, আমি উচ্চতা থেকে নিচে তাকাতে ভয় পাই। তাই নিচে তাকাচ্ছি না। আরেক পর্যটক বলেন, প্রথমে কাচের ওপর দিয়ে হাটতে ভয় লাগবে কিন্তু যখন ১০ থেকে ১৫টি কাচের প্যানেল পার করবেন তখন ভয় কেটে যাবে।

সেতুটি কাচের তিনটি স্তরে বিভক্ত। প্রতিটি স্তর ৪০ মিলিমিটার পুরু এবং ‘বাচ লং’ ব্রিজটি একবারে ৪৫০ জনকে বহন করার জন্য যথেষ্ট শক্তিশালী বলে মনে করা হচ্ছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply