মোনালিসার চিত্রকর্মে কেক মাখিয়ে দিলেন দর্শনার্থী

|

ফ্রান্সের প্যারিসের ল্যুভর জাদুঘরে সংরক্ষিত চিত্রকর্ম মোনালিসায় কেক মাখিয়ে দিয়েছেন এক দর্শনার্থী। চিত্রকর্মটির সুরক্ষার জন্য সম্মুখভাগের লাগানো কাঁচে কেকের টুকরো লেপে দেয়া হয়। খবর আল জাজিরার।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীর বয়স ৩০ এর কাছাকাছি। তিনি একজন পুরুষ। পরচুলা পরে হুইল চেয়ারে করে জাদুঘরে এসেছিলেন তিনি। একপর্যায়ে হুইলচেয়ার থেকে উঠে দাঁড়িয়ে মোনালিসার চিত্রকর্মের দিকে এগিয়ে যান ওই দর্শনার্থী। এরপর চিত্রকর্মটির সুরক্ষায় থাকা বুলেটপ্রুফ কাচ ভাঙার চেষ্টা করেন। তবে বিফল হয়ে কেক মাখিয়ে দেন। মজার ব্যাপার হলো, কেক মাখিয়ে দেয়ার পর চিত্রকর্মের দিকে গোলাপও ছুড়ে দিয়েছিলেন ওই দর্শনার্থী।

এ ঘটনায় ওই যুবককে আটক করা হয়েছে। তবে, তার পরিচয় জানাতে সম্মত হয়নি জাদুঘর কর্তৃপক্ষ।

ইতালীয় শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এ চিত্রকর্মের স্রষ্টা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply