নতুন মালিক পেলো চেলসি

|

আমেরিকান ব্যবসায়ী টড বোয়েলি। সংগৃহীত ছবি।

চেলসির মালিক হিসেবে ১৯ বছরের পথ চলা থামলো আব্রাহোমিভিচের। নতুন মালিক মার্কিন যুক্তরাষ্টের টড বোহলি। চেলসির ৪ দশমিক ২৫ বিলিয়নের শেয়ার কিনে রেকর্ড তৈরি করেছেন এই ব্যবসায়ী।

দায়িত্ব নিয়েই চেলসিকে আরও শক্তিশালি করার কাজ করবেন বলে জানিয়েছেন টড। সেই সাথে চেলসির যুব দল, নারী দল ও কিংসমেডো স্টেডিয়ামের উন্নতিতে কাজ করবেন বলেও জানান তিনি। সেই সাথে চেলসির সমর্থকদের প্রাউড ফিল করাতে করতে চান সবকিছু। প্রায় একমাসের আলোচনা শেষ মঙ্গলবার চুক্তি স্বাক্ষর হয়।

ইউক্রেনে সামরিক আগ্রাসনের কারনে রাশিয়ান মালিক রোমান আব্রামোভিচের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ব্রিটিশ সরকার। তারই প্রেক্ষিতে গত মার্চে প্রিমিয়ার লিগের ক্লাবটির মালিকানা ছেড়ে দেবার ঘোষনা দেন আব্রামোভিচ। চেলসি কেনার লক্ষ্যে বেশ কয়েকটি গ্রুপ দীর্ঘদিনের বিডিং প্রক্রিয়ায় অংশ নেয়। পরে সরকারি প্রক্রিয়াসমূহ শেষ কনে আনুষ্ঠানিকভাবে ক্লাবটির মালিকানা হস্তান্তর হয়েছে।

চেলসি কেনার প্রক্রিয়ায় মোট ৪৯০ কোটি ইউরো ব্যয় হবে বোয়েলির। এই টাকার সিংহভাগ খরচ হবে ক্লাবের শেয়ার কিনতে। বাকি অংশ খরচ হবে অন্যান্য বিভিন্ন খাতে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply