কানাডায় বন্ধ হচ্ছে ব্যক্তি পর্যায়ে বন্দুক বেচাকেনা

|

ছবি: সংগৃহীত

ব্যক্তি পর্যায়ে বন্দুক বেচাকেনা বন্ধে নতুন আইন করতে যাচ্ছে কানাডা। সোমবার (৩০ মে) উত্থাপিত হয় এ সংক্রান্ত একটি বিল।

অটোয়ায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, প্রচলিত অস্ত্র আইনে বেশ কিছু পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। অস্ত্র সহিংসতা প্রতিরোধে নেয়া হচ্ছে এ পদক্ষেপ। আগ্নেয়াস্ত্রের অবৈধ বেচাকেনা বন্ধেও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। জানানো হয়েছে, যাদের এরই মধ্যে হ্যান্ডগানের মালিকানা রয়েছে, তারা নিজেদের কাছে রাখতে পারবে অস্ত্র। তবে তা ব্যবহার করতে পারবে না। ক্রীড়াবিদ শ্যুটার বা নিরাপত্তা কর্মীদের বেলায় শিথিল হবে এই আইন।

ছবি: সংগৃহীত

কানাডায় আগ্নেয়াস্ত্রের মালিকানার বিষয়ে আগে থেকেই কঠোর আইন রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক গান ভায়োলেন্সের জেরে আরও সাবধান হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রুডো সরকার। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, হ্যান্ডগানের মালিকানা ‘ফ্রিজ’ করতে আইন হবে। এর অর্থ হলো, কানাডার কোথাও অস্ত্রটি ক্রয়, বিক্রয়, হাতবদল বা আমদানির সুযোগ থাকবে না। অস্ত্রের অবৈধ বেচাকেনা বন্ধেও কঠোর ব্যবস্থা নিচ্ছি। কারণ আমরা গান ভায়োলেন্স চাই না।

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল আমদানির ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা দিলো ইউরোপীয় ইউনিয়ন

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply