‘পদ্মা সেতু উদ্বোধনে বিএনপিকে দাওয়াত দেয়া হবে, ইউনুসের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি’

|

পদ্মা সেতু উদ্বোধনের দিন দল হিসেবে বিএনপিকে দাওয়াত দেয়া হবে। তবে ড. ইউনুসকে আমন্ত্রণ জানানো হবে কিনা, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। একথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের সম্পাদকমণ্ডলীর সাথে সহযোগী সংগঠনের যৌথ সভায় এমন মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ঘোষণায় বিএনপির বুকে জ্বালা শুরু হয়েছে। বিএনপি ছাত্রদলকে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়গুলোকে অশান্তের চেষ্টা করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যারা ৭৫ এর পুনরাবৃত্তির স্লোগান দেয়, তাদের বিরুদ্ধে ছাত্রলীগ চুপ করে বসে থাকবে না।

যারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয় তাদের পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ কাউকে রাজপথ ইজারা দেয়নি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply