অর্থ পাচারের অভিযোগে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী গ্রেফতার

|

ছবি: সংগৃহীত

ভারতের দিল্লি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈনকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেট (ইডি)। গতকাল সোমবার (৩০ মে) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ- তিনি তদন্ত প্রক্রিয়াকে ভুল পথে চালিত করেছেন এবং প্রায় ৫ কোটি রুপি পাচার করেছেন। যা ভারতের পিএমএলএ (অর্থ পাচার প্রতিরোধ) আইনের আওতায় গুরুতর অপরাধ। আজ মঙ্গলবার সত্যেন্দর জৈনকে আদালতে হাজির করা হবে।

গ্রেফতার প্রতিক্রিয়ায় দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানান, বিজেপি জৈনকে গ্রেফতার করেছে, যাতে তিনি নির্বাচনী প্রচারণায় হিমাচলে যেতে না পারেন। কারণ ইতোমধ্যে বিজেপি জেনে গেছে যে, তারা হিমাচল রাজ্যে হারতে যাচ্ছে।

ইডির তথ্য অনুযায়ী, সত্যেন্দর জৈন কলকাতাভিত্তিক কিছু শেল কোম্পানির মাধ্যমে কালো টাকা পাচার করেছেন। পিএমএলএ’র আওতায় দায়ের করা মামলার এজাহারে কয়েকটি প্রতিষ্ঠান ও জৈনের পরিবারের কয়েকজন সদস্যকেও অভিযুক্ত করা হয়েছে।

সেখানে আরও অভিযোগ আনা হয়েছে, সত্যেন্দর জৈন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করার সময় উল্লিখিত প্রতিষ্ঠানের মাধ্যমে ৪ কোটি ৮১ লাখ রুপি পাচার করেছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply