ধান-চালের অবৈধ মজুদদারির বিরুদ্ধে মাঠে নামছে ৮টি টিম

|

ধান ও চালের অবৈধ মজুদদারির বিরুদ্ধে মাঠে নামছে খাদ্য মন্ত্রণালয়ের ৮টি টিম। আজ মঙ্গলবার (৩১ মে) থেকেই টিমগুলো মাঠে নামছে বলে খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সচিবালয়ে তার অফিসকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বোরোর ভরা মৌসুমে ধান ও চালের দাম বেশি কেন? সোমবার এ প্রশ্ন তুলে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় মন্ত্রিসভা। এর পরিপ্রেক্ষিতে খাদ্য মন্ত্রণালয়ের এ পদক্ষেপ।

খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধান-চালের অবৈধ মজুদ ঠেকাতে আজ থেকেই মাঠে নামছে খাদ্য মন্ত্রণালয়ের ৮টি টিম। কেউ অবৈধ মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছে কিনা তা খতিয়ে দেখবে টিমের সদস্যরা এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কাজ করবে।
অবৈধ মজুদদারি প্রতিরোধে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) আধাসরকারি চিঠি পাঠানো এবং এনএসআই, র‍্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকেও এ বিষয়ে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়।

এছাড়াও শিগগির কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত সভা আয়োজন করতে কর্মকর্তাদের নির্দেশ দেন খাদ্যমন্ত্রী। এ লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। অবৈধ মজুতের তথ্য জানাতে কন্ট্রোল রুমের নাম্বারগুলোতে (+৮৮০২২২৩৩৮০২১১৩, ০১৭৯০৪৯৯৯৪২ এবং ০১৭১৩০০৩৫০৬) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply