Site icon Jamuna Television

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের কোপে কলেজ শিক্ষকের ডান হাতের কবজি বিচ্ছিন্ন

ফাইল ছবি

কুষ্টিয়ায় তোফাজ্জেল বিশ্বাস (৫২) নামে এক কলেজ শিক্ষককে কুপিয়ে তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া তার শরীরে বিভিন্ন অংশে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩১ মে) দুপুর ২টায় কুষ্টিয়ার সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের বংশীতলা নতুন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন হামলার শিকার ওই শিক্ষককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। হামলার শিকার ওই কলেজ শিক্ষক তোফাজ্জেল বিশ্বাস কুমারখালি বাঁশগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি কুমারখালি বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালা বিশ্বাসের ছেলে।

কুমারখালি থানার (ওসি) কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করে জানান, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘ টনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে দোষীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

/এসএইচ

Exit mobile version