পারস্য উপসাগরে আটক গ্রিস ট্যাংকারের ভিডিও প্রকাশ করলো ইরান

|

ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরে আটককৃত গ্রিসের একটি ট্যাংকার আটকের ছবি প্রকাশ করলো ইরান। সোমবার (৩০ মে) ‘প্রুডেন্ট ওয়ারিয়র’ নামের ট্যাংকারটিতে অভিযান পরিচালনার ভিডিও প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার থেকে নৌযানটি শনাক্ত করে রেভল্যুশনারি গার্ডের সদস্যরা। ট্যাংকারে আটকে চালায় সশস্ত্র অভিযান।

এদিকে, তেহরানের এ পদক্ষেপকে বেআইনী ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে এথেন্স। জব্দকৃত দুটি ট্যাংকার ও নাগরিকদের মুক্তির জন্য এরই মধ্যে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে দেশটি। পশ্চিমা মিত্রদের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার আহ্বানও জানিয়েছে তারা। খবর  ভয়েস অব আমেরিকার।

আরও পড়ুন: রেলের সঙ্গে ৫ বছর মামলা লড়ে ৩৫ টাকা আদায় করলেন লড়াকু যাত্রী

এর আগে, গেল শুক্রবার সমুদ্র আইন লঙ্ঘন ও সন্দেহজনক গতিবিধির অভিযোগ তুলে ট্যাংকার দুটি জব্দ করে তেহরান। মূলত, ভূমধ্যসাগরে গ্রিসের সহায়তায় ইরানের দু’টি ট্যাংকার আটকের পাল্টা জবাব দিতেই এমন পদক্ষেপ দেশটির।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply