রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর মাত্র তিন বছর বাঁচবেন। সারা শরীরে দ্রুত ছড়িয়ে পড়ছে ক্যান্সার। আর ধীরে ধীরে হারাচ্ছেন দৃষ্টিশক্তিও। রাশিয়ার ফেডেরাল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের।
যুক্তরাজ্যে বসবাস করা রাশিয়ার সাবেক এক গুপ্তচরের কাছে বার্তা পাঠিয়ে পুতিনের অসুস্থতার খবর জানান রুশ গোয়েন্দা কর্মকর্তা। তখনই পুতিনের তিন বছরের বেশি না বাঁচার তথ্য সামনে আসে।
মানুষ যাতে পুতিনকে দুর্বল মনে না করে, এই ভয়ে রুশ প্রেসিডেন্ট চশমা পরছেন না বলেও ওই গোপন বার্তাতে উঠে এসেছে। তাতে এ-ও উঠে এসেছে, পুতিনের রাগ আগের তুলনায় অনেক বেশি বেড়ে গিয়েছে। আর মাঝে মধ্যেই তার রোষের মুখে পড়ছেন ক্রেমলিনের কর্মকর্তারা।
যদিও ফ্রান্সের টেলিভিশন চ্যানেল টিএফ-১ এ সম্প্রদি দেয়া এক সাক্ষাৎকারে ভ্লাদিমির পুতিনের অসুস্থতার খবরকে গুজব বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বলেন, আপনারা প্রেসিডেন্ট পুতিনকে টেলিভিশনে দেখতে পাচ্ছেন। তার ভাষণ শুনতে বা পড়তে পারছেন। আমি মনে করি না, কেউ তার মধ্যে অসুস্থতার লক্ষণ দেখছেন।
/এমএন
Leave a reply