ন্যাটোর একজন প্রতিরক্ষামন্ত্রীকে অপহরণের কৌশল জানালেন রুশ এমপি

|

ছবি: সংগৃহীত

ন্যাটোর একজন প্রতিরক্ষামন্ত্রীকে ইউক্রেন থেকে অপহরণ করে মস্কোতে নিয়ে আসার কৌশল বর্ণণা করেছেন ওলেগ মোরোজভ নামে একজন রুশ এমপি। মোরোজভ ১৯৯৩ সালে রাশিয়ান সংসদে নির্বাচিত এবং প্রভাবশালী ইউনাইটেড রাশিয়া পার্টির সদস্য।

সোমবার (৩০ মে) গভীর রাতে রাষ্ট্রীয় টিভি রোশিয়া-১ এ ৬০ মিনিটের একটি টকশোতে উপস্থিত হয়ে একথা বলেন মোরোজভ।

টকশোতে মোরোজভ বলেন, আমি একটি চমৎকার একটি পরিকল্পনা করেছি। অদূর ভবিষ্যতে, কোনও পর্যায়ে, কোনো একটি ন্যাটো দেশের একজন যুদ্ধমন্ত্রী (প্রতিরক্ষামন্ত্রী) ট্রেনে করে কিয়েভ যাবেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলতে। তবে তিনি সেখানে যেতে পারবেন না। সে জেগে উঠবে মস্কোর কোনো জায়গায়।

এ সময় টেলিভিশনের ক্রেমলিনপন্থী সাংবাদিক ওলগা স্কাবেয়েভা তাকে জিজ্ঞেস করেন, মানে আমরা তাকে অপহরণ করবো? জবাবে মোরোজভ বলেছেন, হ্যাঁ। তারপর, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করবো, কে, কিসের জন্য, কোন আদেশ দিয়েছে এবং কে দায়ী?

আরও পড়ুন: রেঁস্তোরায় ইসলামি পোশাকে প্রবেশে নিষেধাজ্ঞা ঘিরে সৌদিতে বিতর্ক

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply