গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা শহরের রেলওয়ে বস্তিতে ডলি বেগম (৩৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ছকু মিয়ার বিরুদ্ধে। এ ঘটনার পর পালিয়েছেন ছকু মিয়া। তবে ঘটনায় জড়িত সন্দেহে ডলি বেগমের শাশুড়ি জরিনা বেগমকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মে) বিকেল ৫টার দিকে গাইবান্ধা রেল স্টেশনের পূর্ব প্রান্তের বস্তি এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে রেলবস্তির একটি টিনের ঝুপড়ি ঘরে স্ত্রী ডলি বেগম ও মা জরিনা বেগমকে নিয়ে বসবাস করতেন ছকু মিয়া। বিয়ের পর থেকে ছকু মিয়ার সঙ্গে স্ত্রী ডলি বেগমের ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এছাড়া মাদকের টাকার জন্য প্রায়ই ডলিকে মারধর করতেন ছকু মিয়া। মঙ্গলবার বিকেলে ডলি বেগম স্বামী ছকুর কাছে বাজারের টাকা চাইতে গেলে দুজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ছকু মিয়া তার স্ত্রী ডলিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহত ডলির পায়ে ধারালো অস্ত্রের জখম রয়েছে। ঘটনাটি তাৎক্ষণিক পুলিশকে জানালে তারা গিয়ে নিহতের মরহেদ উদ্ধার করে। একই সঙ্গে নিহতের শাশুড়িকে আটক করে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর স্বামী ছকু মিয়া পালিয়েছে। তবে জড়িত সন্দেহে স্বামী ছকুর মা জরিনাকে আটক করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
জেডআই/
Leave a reply