‘আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে। আছে না? লাইসেন্সধারী। এরা কি এনাদের (প্রতিদ্বন্দ্বী প্রার্থী) কাজ করবে, না আমি নির্দেশ দিলে আমার কাজ করবে?’ গত রোববার (২৯ মে) সন্ধ্যায় ইউনিয়নের প্রেমবাজার এলাকায় আয়োজিত এক নির্বাচনী সভায় দেয়া বক্তব্যে প্রতিপক্ষকে এভাবেই হুমকি দিয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাকের হোসেন চৌধুরী (বাচ্চু)।
মঙ্গলবার (৩১ মে) জাকের হোসেনের এমন বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে এলাকার পরিস্থিতি নিয়েও নানা কথা বলেন তিনি। ওই নির্বাচনী সভায় বক্তব্য দেয়ার সময় চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন চৌধুরীর পাশের চেয়ারে বসে ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা খোরশেদুল আলম।
বক্তব্যে জাকের হোসেন তার প্রতিপক্ষের উদ্দেশে বলেন, এখানে যত বড় গুন্ডা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, একবিন্দু মাত্র বিশৃঙ্খলা করতে পারবে না। এনাদের (প্রতিদ্বন্দ্বী প্রার্থী) এত হুমকি-ধমকি, ভয়টয় আপনারা করবেন না। আপনারা জানেন, আপনারা ভালোভাবে জানেন। এই এলাকায় একসময় ডাকাতের অভয়ারণ্য ছিল। রাতের বেলায় ডাকাতি করত, দিনের বেলায় বিভিন্ন জায়গায় জুয়া খেলতো।
‘আমি সরকারি লোক, আমার সরকারি গুন্ডা আছে’ ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে
এ ব্যাপারে জানতে চাইলে জাকের হোসেন চৌধুরী গণমাধ্যমকে বলেন, যারা ভয় দেখাচ্ছে তাদের লক্ষ্য করে বলতে চেয়েছিলাম যে প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু স্লিপ অব টাং হয়ে গেছে। খেয়াল করিনি, ভুল হয়েছে এটা।
তার এমন বক্তব্যের ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সাল আলম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। কোনো প্রার্থী এমন বক্তব্য দিতে পারেন না। এ বিষয়ে তারা অ্যাকশনে যাচ্ছেন বলেও জানান এ নির্বাচন কর্মকর্তা।
/এসএইচ
Leave a reply