সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে দেশের ১৬ কোটি মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এই রায়ের বিষয়ে ক্ষমতাসীন নেতারা ভয়ঙ্কর বক্তব্য দিচ্ছেন বলেও দাবি তাদের। আর আওয়ামী লীগ বলছে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে বিএনপি’র আশার আলো দেখে লাভ নেই। অন্য ইস্যুর মত এটিও চাপা পড়ে যাবে।
প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের বিরুদ্ধে অর্থমন্ত্রীর বক্তব্যই প্রমাণ করে সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেন না। বিচার বিভাগের সাথে প্রতিযোগিতায় নামলে সরকারেরই পরাজয় হবে, মন্তব্য করেন এই সাবেক আইনমন্ত্রী।
আর, নয়াপল্টনে বিএনপির এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, একজন মন্ত্রীর এ ধরনের বক্তব্য আদালত অবমাননার শামিল।
তবে বিএনপি নেতাদের এসব সমালোচনার জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের ফলে বিএনপির খুশি হওয়ার কোনো কারণ নেই। আন্দোলনে ব্যর্থ হয়েই দলটি নতুন ইস্যু বের করার চেষ্টা করছে।
দু’একটি বিচ্ছিন্ন ঘটনায় আওয়ামী লীগকে ভুল না বুঝতে জনগণের প্রতি আহবান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply