ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ফতেহপুর রেল ওভারপাসের একটি লেন ব্যবহারের জন্য খুলে দেয়া হয়েছে।
দুপুর ২টায় কাজ শেষে ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন কোরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল মুজিব ও প্রকল্প পরিচালক লে. কর্নেল মো. রওসিক নওরিন ঢাকা অভিমুখী লেন খুলে দেন।
তারা জানান, চার লেনের এই ওভারপাসের ঢাকামুখী আরেক অংশে ২০মে’র মধ্যে কাজ শেষ করা হবে। এছাড়া মোট কাজ এক মাসের মধ্যে শেষ করারও কথা জানিয়েছেন দায়িত্বরতরা। ফোরলেনের এই ওভারপাসের একাংশ চালু হওয়ার কারণে যানজট কমে যাবে বলে জানিয়েছেন তারা।
Leave a reply