‘পদ্মা সেতু উদ্বোধনকে সামনে রেখে একাত্তরের পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে’

|

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ও পদ্মা সেতু উদ্বোধনকে সামনে রেখে একাত্তরের পরাজিত শক্তিরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। যারা আগুন সন্ত্রাস করেছে তারা আজ শিক্ষাঙ্গনে অরাজকতা সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করছে।

আজ বুধবার (১ জুন) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে সাংবাদিকদের একথা বলেন দীপু মনি।

এ সময় মন্ত্রী আরও বলেন, দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে নতুন নতুন জ্ঞান অর্জন করা এবং সোনার বাংলা গড়ার লক্ষ্যে দক্ষ ও যোগ্য মানবসম্পদ প্রয়োজন । সেজন্য নতুন শিক্ষাক্রম তৈরি করতে হচ্ছে।

এ সময় ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও শিক্ষকরা। এছাড়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আ.লীগের ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই চালের দাম বাড়ছে, ফখরুলের অভিযোগ

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply