ইউক্রেনে প্রায় ১৫ হাজার যুদ্ধাপরাধ সংঘটনের জন্য দায়ী রাশিয়া!

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত প্রায় ১৫ হাজার যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) এ দাবি করেছে কিয়েভ। খবর এনডিটিভির।

নেদারল্যান্ডসের হেগে এক সংবাদ সম্মেলনে দেশটির শীর্ষ কৌসুলি ইরিনা ভেনেদিকতোভা জানান, প্রতিদিনই ২শ’ থেকে ৩শ’ যুদ্ধাপরাধের ঘটনায় রুশ বাহিনীর সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এসব ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৬শ’ জনকে চিহ্নিত করা হয়েছে। বিচারকাজ শুরু হয়েছে ৮০ জনের বিরুদ্ধে। এদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ ও প্রোপাগান্ডা এজেন্টদের নাম রয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তদন্তে আন্তর্জাতিক দলে যোগ দেবে এস্তোনিয়া, লাটভিয়া ও স্লোভাকিয়া; এমন তথ্যও জানিয়েছে কিয়েভ। মার্চে গঠিত আন্তর্জাতিক তদন্ত দলে এরইমধ্যে যোগ দিয়েছে পোল্যান্ড ও লিথুয়ানিয়া। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সাথে কাজ করছে দেশগুলো।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেদিকতোভা বলেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি দরকার তথ্যপ্রমাণ সংগ্রহ। সবকিছু সংরক্ষণ করে রাখছি। কারণ তদন্তের পর আদালতে বিচারপ্রক্রিয়া শুরু হবে। ইউক্রেনের আদালতের পাশাপাশি আইসিসিতেও তথ্য-প্রমাণ তুলে ধরা হবে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply