রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি থেকে জায়না হাবিব প্রাপ্তি নামের এক ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ছিলেন। বহুতল ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
বুধবার (১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে জাপান গার্ডেন সিটির ১৬ নম্বর ভবনের নিচে হঠাৎ করে বিকট শব্দ হয়। গিয়ে দেখা যায় একজন রক্তাক্ত হয়ে পড়ে আছে।
ভবনের নিরাপত্তাকর্মী মোতালেব জানান, সাড়ে ৫টার দিকে বিল্ডিংয়ের নিচতলায় বসে আছি। হঠাৎ করে মনে হলো ছাদ থেকে কোনো কিছু পড়েছে। দ্রুত দৌঁড়ে গিয়ে দেখি নিচে রক্তাক্ত অবস্থায় একজনের লাশ পড়ে আছে।
আদাবর থানা পুলিশ জানিয়েছে, ছাদ থেকে লাফ দেয়ার আগে প্রাপ্তি তার ফোন এবং একটি সুইসাইড নোট লিখে একটা প্যাকেটে করে বাসায় রেখে যান। সেই নোটে লেখা আছে, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার সাথে তার মতপার্থক্য ছিল। সমাজ তার ব্যক্তিত্ব প্রকাশে করতে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এজন্য তিনি নিজেকে শেষ করে দিচ্ছেন। গত ২৯ মে তার সবশেষ ফেসবুক পোস্টেও এরকমই ইঙ্গিত পাওয়া যায়।
/এসএইচ
Leave a reply