মিয়ানমারে বাস্তুচ্যুতের সংখ্যা ১০ লাখ ছড়িয়েছে। মঙ্গলবার (৩১ মে) জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সের (ইউএনওসিএইচএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার।
জাতিসংঘের এ সংস্থাটি সতর্ক করে বলেছে, বর্ষা মৌসুম আসার পাশাপাশি যুদ্ধের প্রকোপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। জানিয়েছে, গ্রাম ধ্বংস ও বিচারবহির্ভূত হত্যার পাশাপাশি বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী।
ইউএনওসিএইচএ এর তথ্য মতে, দেশটিতে গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে সহিংসতার মুখে অন্তত সাত লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর অভ্যুত্থানের আগে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কমপক্ষে ৩ লাখ ৬ হাজার। অভ্যুত্থান পরবর্তী সহিংসতায় মিয়ানমারে প্রথমবারের মতো বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ লাখের অধিকে পৌঁছেছে।
/এমএন
Leave a reply