ইউক্রেনে দূরপাল্লার রকেট পাঠিয়ে আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্র: মস্কো

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে দূরপাল্লার রকেট পাঠিয়ে আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্র। কিয়েভে পেন্টাগনের নতুন অস্ত্র চালান নিয়ে প্রতিক্রিয়ায় এ কথা বলছে রাশিয়া। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভের দাবি, এমন পদক্ষেপের মধ্য দিয়ে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী করতে চাইছে ওয়াশিংটন। অস্ত্র সরবরাহের ধরন দেখে মনে হচ্ছে না, শান্তি আলোচনায় কিয়েভের কোনো আগ্রহ আছে।

বুধবার ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ১১তম প্যাকেজের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। যার মধ্যে আছে অত্যাধুনিক রকেট ব্যবস্থা-HIMARS।

এদিকে ইউক্রেনকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। চ্যান্সেলর ওলাফ শোলজ জানান, দেশটির সবচেয়ে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা IRIS-T দেয়া হবে কিয়েভকে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply