Site icon Jamuna Television

জুলাই থেকে রাজধানীতে বাড়ছে পানির দাম

পহেলা জুলাই থেকে রাজধানীতে পানির দাম বাড়ছে। এক হাজার লিটারে ৫০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সুপেয় পানি সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াসা। সকালে ওয়াসা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।

এ সময় আসন্ন রমজান মাসে সুপেয় পানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরণের ব্যবস্থা রাখার কথাও জানান তিনি। এছাড়া রমজানে ১৫টি অভিযোগ কেন্দ্র ২৪ ঘন্টা চালু থাকবে বলেও জানান ওয়াসার ব্যবস্থাপনার পরিচালক। এ সময় পানির দুর্গন্ধ ও নোংরা পানির জন্য পাইপ লাইনের ত্রুটি ও অপরিকল্পিত নগরায়ন কেই দায়ী করেন তিনি। আসন্ন বর্ষাতে রাজধানীতে জলাবদ্ধতার পরিমান কম থাকবে বলে দাবি করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। তবে পর্যাপ্ত জলাধার ও স্বাভাবিক পানির প্রবাহ না থাকায় জলাবদ্ধা সৃষ্টি হচ্ছে বলেও জানান তিনি।

Exit mobile version