বাছাই পর্বের প্লে অফ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট পাওয়ার রেসে টিকে থাকলো ইউক্রেন।
স্কটল্যান্ডের শহর গ্লাসগোতে স্বাগতিকদের আতিথ্য নেয় ইউক্রেন। কিন্তু অ্যাওয়ে ম্যাচ হলেও দর্শকদের কাছ থেকে দারুণ সমর্থন পায় যুদ্ধ বিধ্বস্ত দেশটি। ম্যাচের প্রথমার্ধেই গোলের দেখা পায় ইউক্রেন। ৩৩ মিনিটে রুসলান মালিনোভস্কির অ্যাসিস্টে স্কোর শিটে নাম তোলেন ইয়ারমালেঙ্কো। ৪৯ মিনিটে দ্বিতীয় গোল করে ইউক্রেন। এবার ইয়ারেমচুক ব্যবধান দ্বিগুণ করেন।
এদিকে, ৭৯ মিনিটে এক গোল শোধ দেন স্কটল্যান্ডের ক্যালাম ম্যাকগ্রেগর। কিন্তু ইনজুরি সময়ে ইউক্রেনের ৩-১ গোলের জয় নিশ্চিত করেন ডভবিক। রোববার ওয়েলসকে হারাতে পারলেই কাতার বিশ্বকাপে পৌঁছে যাবে ইউক্রেন।
ইউক্রেনে রুশ আগ্রাসনের পর এই প্রথম মাঠে নেমেছে ইউক্রেন। কিন্তু মাঠে নেমে শুরুটা অসাধারণ করেন ইয়ারমালেঙ্কো-ইয়ারেমচুকরা। ২৫ মিনিটের মধ্যে স্কটল্যান্ডে গোলকিপার গর্ডনকে তিনটি সেভ করতে বাধ্য করে ইউক্রেনের আক্রমণভাগ।
ইউএইচ/
Leave a reply