আমের কেজি ২ লাখ টাকা? জেনে নিন রহস্য

|

ভারতের মধ্য প্রদেশে আম গাছের নজরদারিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। কারণ এ কোনো সাধারণ আম নয়। জাপানি এক বিরল প্রজাতির আমি এটি। আমটির জাতের নাম মিয়াজাকি। প্রতি কেজি এ আম কিনতে ক্রেতাকে গুনতে হবে ১০০ কিংবা ২০০ টাকা নয়, ২লক্ষ ৭০ হাজার টাকা! খবর হিন্দুস্তান টাইমসের।

এমনই আমের চাষ করছেন ভারতের এক চাষি লোচা দেব। তার দাবি আমটি বেশ বিরল প্রজাতির। দেখেতেও অন্যান্য আমের চেয়ে আলাদা। কিছুটা লালচে আর বেগুনি ধরণের এর রঙ।

জানা যায়, এর আগে ভারতে এক দম্পতি আম রক্ষার জন্য তার বাগানে সশস্ত্র রক্ষীও নিয়োগ করেছিলেন। কিন্তু আলাদা রক্ষী নিয়োগ করার মত আর্থিক অবস্থা লোচা দেবের না থাকায় রাত জেগে নিজেই আম পাহারা দিচ্ছেন। এ ছাড়া বাগানের চারপাশে লাগিয়েছেন সিসি ক্যামেরা।

আমটি প্রথম দেখা যায় জাপানের কিউসু প্রদেশের মিয়াজাকি শহরে। সেই শহরের নাম অনুসারেই এ আমের নাম রাখা হয়েছে মিয়াজাকি। আন্তর্জাতিক বাজারে এ আমের দাম অনেক। প্রতিটি আমের ওজন ৩৫০ গ্রাম করে হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply