দেশে চায়ের চাহিদা বাড়ায় রফতানিতে টান পড়তে পারে: বাণিজ্যমন্ত্রী

|

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি।

দেশে চায়ের চাহিদা বাড়ছে। তাই উৎপাদন বাড়লেও রফতানিতে টান পড়তে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (২ জুন) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ৪ জুন জাতীয় চা দিবস উপলক্ষ্যে ব্রিফিংয়ে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। টিপু মুনশি বলেন, দেশে এখন ৯ কোটি ৬৫ লাখ কেজি চা উৎপাদিত হচ্ছে। এরমধ্যে উত্তরাঞ্চলে উৎপাদন হচ্ছে ১ কোটি সাড়ে ৪ লাখ কেজি। এতে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে বিপুল পরিমান চা রফতানির সম্ভাবনা দেখছেন তিনি।

এমন সম্ভাবনা নিয়ে আগামী ৪ জুন জাতীয় চা দিবস পালন করবে মন্ত্রণালয়। র‍্যালি, আলোচনার পাশাপাশি এদিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠানের চা প্রদর্শন এবং বিক্রির ব্যবস্থাও থাকবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply