নড়াইলে ফেনসিডিল নিয়ে ধরা পড়া দুই নারীর যাবজ্জীবন কারাদণ্ড

|

নড়াইলে মাদক মামলায় দুই নারীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কেরামত আলি এ আদেশ দেন।

দণ্ডিতরা হলেন যশোরের বেনাপোল থানার ভবের বেড় গ্রামের ববিতা খাতুন (৪০) ও একই এলাকার নাছিমা খাতুন (৪০)। এছাড়া তাদের উভয়কে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তবে ববিতা খাতুন পলাতক আছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৩১ মার্চ দুপুরে নড়াইলের কালিয়া থানার পেড়লী গ্রামে মাদক বিরোধী অভিযানকালে ববিতার হাতে থাকা ব্যাগের মধ্যে থেকে ২৬ বোতল ও নাছিমার পরিহিত কামিজের ভেতর থেকে ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুজনের নামে কালিয়া থানায় মামলা দায়ের হয়। তারা মাদক নিয়ে যশোর থেকে নড়াইলের কালিয়ার দিকে আসছিল। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply