অসাধু ব্যবসায়ীদের কারসাজিতেই নিত্যপণ্যের দাম বেড়েছে: এফবিসিসিআই সভাপতি

|

অসাধু কিছু ব্যবসায়ীর কারসাজিতেই চালসহ কিছু নিত্যপণ্যের দাম অযৌক্তিক হারে বেড়েছে। অনিয়মের আশ্রয় নিয়ে, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান বিপুল মজুদের মাধ্যমে পণ্য সরবরাহে বিঘ্ন সৃষ্টি করেছে, এমন মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

চাল, ডাল, ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপণ্যের মজুদ, সরবরাহ ও দামের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (২ জুন) দুপুরে রাজধানীতে মতবিনিময় সভার আয়োজন করে এফবিসিসিআই। এতে ব্যবসায়ী নেতা মো. জসিম উদ্দিন এ মন্তব্য করেন। এ মতবিনিময় সভায় অংশ নেন নিত্যপণ্যের আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা।

এফবিসিসিআই সভাপতি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানকে সমর্থন করছে তাদের সংগঠন। সভায় এফবিসিসিআই নেতৃবৃন্দ বলেন, ভরা মৌসুমে কারসাজি করেই চালের দাম বাড়ানো হয়েছে। প্রতি কেজি চালে ১০ টাকা দাম বাড়ানো অযৌক্তিক। এ ধরনের অপতৎপরতা মেনে নেয়া হবে না।

ব্যবসায়ী নেতাদের অভিযোগ, বড় বড় শিল্প গ্রুপ অনিয়মের আশ্রয় নিয়ে চালের দাম বাড়িয়েছে। মজুদ করেছে অনুমোদিত সীমার চেয়ে বেশি।

এদিকে, বৈশ্বিক প্রেক্ষাপটে মুনাফা কমিয়ে ব্যবসায়ীদের আরো মানবিক হওয়ার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। সভায় ব্যবসায়ীরা জানান, ডলারের মূল্যবৃদ্ধির প্রভাবে আমদানি নির্ভর খাদ্যপণ্যের দাম বাড়ছে। পনেরো দিন পরপর ভোজ্যতেলের দাম পুনর্মূল্যায়ন করার দাবি জানান আমদানিকারকরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply