আগে চায়ের সাথে দুটি বনরুটি খেতেন রিকশাচালক মজনু, এখন খান একটা

|

সংসার চালাতে সাভারের অলিগলিতে তিনচাকার অটোরিকশা চালান মজনু মিয়া। দিনভর আয়েই চলে পরিবারের ভরণপোষণ। সারাদিনের ক্লান্তি কাটাতে দুইবার অন্তত তাকে যেতে হয় টি স্টলে। খাদ্য তালিকায় থাকে চা আর রুটি। কিন্তু রুটি-বিস্কুটের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন মজনু মিয়াসহ নিম্ম আয়ের মানুষ। মজনু বলছেন, আগে চায়ের সাথে দুইটা বনরুটি খেতাম, এখন একটা খাই।

সাভারে বেকারি পণ্যের দাম বাড়ার ফলে দোকানগুলোতে কমেছে বেচা-বিক্রি। এতে করে বিপাকে পড়ছে নিম্ন আয়ের মানুষ। যদিও বেকারি মালিকরা বলছেন কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় দাম বাড়াতে বাধ্য হয়েছেন তারা। দোকানদাররা বলছেন, দাম বাড়ায় এসব পণ্যের বেচাবিক্রিও কমে গেছে কয়েকগুণ।

যদিও দাম বৃদ্ধির পেছনে বেকারি মালিকরা দায়ি করছে ঊর্ধ্বমূখী বাজারকে। সাভার ইসলামিয়া বেকারির ম্যানেজার ইউনুস বলছেন, অসহায় হয়েই দাম বাড়াতে হয়েছে তাদের। মূলত বেকারির কাঁচামাল, যেমন আটা-ময়দা ও তেলের দাম বাড়ায় বেকারি পণ্যের দাম বাড়াতে হয়েছে তাদের।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply