Site icon Jamuna Television

আবারও আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর

দ্বিতীয় মেয়াদে আইসিসির সভাপতি নির্বাচিত হয়েছেন ভারতের শশাঙ্ক মনোহর। বিনা প্রতিদ্বন্দীতায় পরবর্তী দুই বছরের দায়িত্ব পেয়েছেন তিনি।

আইসিসির নির্ধারিত নমিনি মনোহরের বিপক্ষে আর কেউ না দাড়ালে একক প্রার্থী হিসেবেই নির্বাচিত হোন তিনি। ২০১৬ সালে প্রথম স্বাধীন সভাপতি নির্বাচিত হবার পর ক্রিকেট কাঠামোয়া ব্যাপক পরিবর্তন আনেন মনোহর। যার ইতিবাচক সাড়া পড়ে পুরো ক্রিকেট বিশ্বে। নতুন দফায় দায়িত্ব নিয়েও জানিয়েছেন ক্রিকেটের অগ্রযাত্রায় আরো বড়ো পরিকল্পনা তুলে ধরবেন তিনি। আগামী দুই বছরে ক্রিকেটের বিশ্বায়নে কাজ করাই হবে তার মূল চ্যালেঞ্জ। নতুন মেয়াদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন চলতি বছরের জুনে।

Exit mobile version