যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে পরিবারসহ বিপাকে ৬ সাক্ষী

|

যশোরের বাঘারপাড়ায় একাত্তরের গণহত্যায় অভিযুক্ত আমজাদ মোল্লার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন ৬ সাক্ষী ও তাদের পরিবারের সদস্যরা।

শুক্রবার (৩ জুন) সকালে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে তাদের নিরাপত্তার দাবি জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুনর অর রশিদ।

হারুনর অর রশিদ বলেন, ২০১৮ সালের ২৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধী আমজাদ হোসেন মোল্লার বিরুদ্ধে মামলা গ্রহণ করে। এরপর অভিযুক্ত আমজাদের পক্ষে স্থানীয় তরিকুল আনোয়ার টুটুলের নের্তৃত্বে ওই মামলায় ৬ সাক্ষী ও তাদের পরিবারের ওপর হামলা, বাড়ি ভাঙচুর, অপহরণ এমনকি হত্যার ঘটনাও ঘটেছে।

কিন্তু এতসব ঘটনার পরও তাদের নিরাপত্তা নিশ্চিত করেনি প্রশাসন। তাই অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান ভুক্তভোগী পরিবারগুলো।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply