পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে নেইমার

|

একই ফ্রেমে পেলে ও নেইমার। ফাইল ছবি।

আর মাত্র ৪টি গোল করলেই ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা পেলেকে ছুঁয়ে ফেলবেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।

দক্ষিণ কোরিয়ার সাথে প্রীতি ম্যাচে ৫-১ গোলের জয় নিশ্চিত করেছে ব্রাজিল। যেখানে নেইমার করেছেন জোড়া গোল। দুইটি গোলই পেনাল্টি শুট আউটে করেছেন নেইমার।

ব্রাজিলের জার্সি গায়ে কিংবদন্তি পেলের গোল সংখ্যা মোট ৭৭টি। আর দক্ষিণ কোরিয়ার সাথে ম্যাচের পর এখন নেইমারের গোল সংখ্যা ৭৩। আর ৪টি গোল করলেই নেইমার ছুঁয়ে ফেলবেন পেলেকে। আর ৫টি গোল করলেই ব্রাজিল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসবে নাম লেখাবেন এই ব্রাজিল সুপারস্টার।

আরও পড়ুন: মেসিদের নাচ দেখে নেইমার বললেন, ‘ওরা কি বিশ্বকাপ জিতে গেছে?’

২০১০ সালে ব্রাজিলের জার্সি গায়ে অভিষেক হয় নেইমারের। সেই থেকে ১১৮ ম্যাচ খেলে এই গোলগুলো করেন নেইমার। যদিও ম্যাচসংখ্যায় নেইমারের চেয়ে অনেক পিছিয়ে পেলে। মাত্র ৯২ ম্যাচ খেলেই ৭৭ গোল করেছেন পেলে। এছাড়া ব্রাজিলের পক্ষে ৯৮ ম্যাচ খেলে ৬২ গোল আছে দ্য ফেনোমেনন রোনালদো লিমার। ৭০ ম্যাচে ৫৬ গোল আছে রোমারিওর।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply