ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো কবে, কখন ও কোথায়

|

দুই ম্যাচের টেস্ট ও তিনটি করে ওডিয়াই ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আজ শুক্রবার (৩ জুন) রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত পৌনে ৮টায় ঢাকা ছাড়ার কথা রয়েছে টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। ৩ ভাগে ভাগ হয়ে ৩, ৬ ও ২২ জুন ঢাকা ছাড়বে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।

শুক্রবার টেস্ট দলের সাথে থাকবেন ঢাকায় অবস্থান করা কোচিং স্টাফের সদস্য যারা। টেস্ট দিয়ে শুরু হবে উইন্ডিজ সফর। যেখানে ১৬ ও ২৪ জুন মাঠে গড়াবে সিরিজের দুই টেস্ট। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে অ্যান্টিগায়। আর দ্বিতীয় টেস্ট খেলা হবে সেন্ট লুসিয়ায়। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এরপরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি। ২ ও ৩ জুলাই প্রথম দুইটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ডোমিনিকায়। আর শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে গায়ানায়। সবগুলো টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত  ২টায়।  আর ওয়ানডের ম্যাচগুলো মাঠে গড়াবে ১০, ১৩ ও ১৬ জুলাই। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে গায়ানায়। এই ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

আরও পড়ুন: পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে নেইমার

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply