ইউক্রেন একজন বিশিষ্ট রুশ সাংবাদিককে নাগরিকত্ব দিয়েছে যিনি ইউক্রেনে ক্রেমলিনের আগ্রাসনের নিন্দা জানিয়ে রাশিয়া থেকে পালিয়ে গিয়েছিলেন। এমন দাবি করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো। আল জাজিরা (৩ জুন) তাদের লাইভ প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে।
রাশিয়ার ওই সাংবাদিকের নাম আলেকজান্ডার নেভজোরভ। তার বিরুদ্ধে রাশিয়ার অভিযোগ, মস্কোর ‘বিশেষ সামরিক অভিযান’ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়েছেন তিনি। এজন্য তাকে গ্রেফতারের চেষ্টাও চালিয়েছিল রাশিয়া। তবে গত মার্চে স্ত্রীসহ রাশিয়া থেকে পালিয়ে যান তিনি।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো জানান, কিয়েভের কর্তৃপক্ষ আলেকজান্ডার নেভজোরভ এবং তার স্ত্রী লিডিয়াকে নাগরিকত্ব দিয়েছে।
এদিকে নেভজোরভও নিশ্চিত করেছেন টেলিগ্রাম মেসেঞ্জারের এক বিবৃতির মাধ্যমে যে তিনি ইউক্রেনের নাগরিকত্ব পেয়েছেন।
আরও পড়ুন: ইউক্রেন থেকে রুশ বাহিনীকে হটাতে দীর্ঘ সময় লাগবে, ন্যাটোর সতর্কতা
জেডআই/
Leave a reply