লাল দুর্গের রাজা রাফায়েল নাদাল পৌঁছে গেছেন ফরাসি ওপেনের ফাইনালে। নিজের ২২তম গ্র্যান্ডস্ল্যাম এবং ১৪তম ফরাসি ওপেন জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে এই স্প্যানিয়ার্ড। তবে যেভাবে ফাইনালে পৌঁছেছেন তাতে হয়তো নিজেই খুশি হতে পারেননি তিনি। সেমিফাইনালে প্রতিপক্ষ আলেক্সান্ডার জভেরেভের ইনজুরিতে রোলা গাঁরোর ফাইনালে এখন নাদাল।
শুক্রবার (৩ জুন) অনুষ্ঠিত সেমিফাইনালে প্রথম সেটে নাদালের কাছে ৭-৬ পয়েন্টে টাইব্রেকারে হারার পর দ্বিতীয় সেটে ৬-৫ ব্যবধানে এগিয়ে ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত জার্মান টেনিস তারকা জভেরেভ। কিন্তু সেই অবস্থায় একটি ফোরহ্যান্ড শট খেলতে গিয়ে অ্যাঙ্কেলে আঘাত পান জভেরেভ। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন জভেরেভ, অ্যাঙ্কেলের দিকে তাকিয়ে হতাশায় চিৎকারও করে ওঠেন তিনি।
এ ঘটনার পর হুইলচেয়ারে কোর্ট ত্যাগ করেন জভেরেভ। তারপর ক্রাচে ভর দিয়ে কোর্টে ফিরে দর্শকদের প্রতি শুভেচ্ছা জানান। আর এর মধ্য দিয়েই ফাইনালে পৌঁছে গেছেন ফরাসি ওপেনের সর্বকালের সেরা খেলোয়াড় রাফায়েল নাদাল। নরওয়ের ক্যাসপার রুড ও ক্রোয়েশিয়ার মারিন চিলিসের মধ্যকার বিজয়ীর সাথে নাদাল মুখোমুখি হবেন ফাইনালে।
আরও পড়ুন: ‘সাকিব ভাই যেখানে আছে সেখানে কীভাবে কী!’
/এম ই
Leave a reply