ত্রিশ বছর পর আবার সুরের ভুবনে ফিরলেন সেই মনসুর হাসান। এতদিনে পাল্টেছে অনেক কিছুই, পরিবর্তন এসেছে দেহ মনে কিন্তু মনসুর হাসানের কণ্ঠে ঠিক আগের মতোই মাদকতা। তার কণ্ঠে এখন আবার সেই গান, যা সব প্রতিকূলতা ছাপিয়ে তাকে ফিরিয়ে দিয়েছে নতুন আলো।
নব্বই দশকে চট্টগ্রামের জনপ্রিয় এই ব্যান্ডশিল্পী পথ হারিয়ে এখন পাবলিক টয়লেটের তত্ত্বাবধায়ক। ১৯৮৬ সালে চট্টগ্রামের মহসিন কলেজে এইচএসসি ২য় বর্ষে পড়ার সময় বন্ধুদের নিয়ে গড়ে তুলেছিলেন ‘ব্লু হরনেট’ ব্যান্ড। জনপ্রিয় হয় তাদের অনেক গান। কিন্ত এরপর মাদক আর রাজনীতিতে জড়িয়ে কারাবরণসহ নানা কারণে পথ হারান ভোকাল মনসুর। প্রায় ৩ দশক পর মনসুর ফিরলেন গানের ভুবনে। তবে মনসুর বললেন, এতদিন পর গান গাইতে এসে দেখলাম, গলায় জং ধরে গেছে। হয়তো বেশকিছুদিন অনুশীলন করলে আবার গান গাওয়া যেতে পারে।
৫৪ বছর বয়সী এই শিল্পী এখন থাকেন ফুটপাতের বেঞ্চে। মানসিকভাবেও বিপর্যস্ত। কথা জড়িয়ে যায় কিন্তু সুর সেই আগের মতোই। সহশিল্পীরা বলছেন, আশ্চর্যের বিষয়, বয়সের ছাপ কিছুটা পড়েছে মনসুরের কণ্ঠে, তবে সুর-তাল-লয় সেই আগের মতোই।
গান পাগল মানুষটির কণ্ঠ মনসুরের গানের জলসায় টেনে এনেছে উৎসুক মানুষদের। যারা এখনও ভোলেনি মনসুরকে। গানপাগল মানুষটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পাশে দাঁড়িয়েছেন অনেকেই। সবাই এখন নব্বই দশকের সেই মনসুরকে ফিরে পাওয়ার অপেক্ষায়।
/এডব্লিউ
Leave a reply