রংপুরে বৃষ্টিপাত শুরু, নদ-নদীর পানি বাড়ছে

|

রংপুর অঞ্চলে শুরু হয়েছে বৃষ্টিপাত। বাড়ছে নদ-নদীর পানি। শনিবার (৪ জুন) সকাল সাড়ে ৯ টার পর থেকে রংপুর অঞ্চলের আকাশ কালো হয়ে আসে।

সকাল থেকেই শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টিপাত ও সাথে হালকা বাতাস। রংপুর আবহওয়ার অফিসের সহকারী আবহাওয়াবিদ প্রকৌশলী মোস্তাফিজার রহমান জানিয়ছেন, এই ঝিরিঝিরি বৃষ্টি প্রবল বৃষ্টিতে রূপ নিতে পারে। এমন অবস্থা অব্যাহত থাকতে পারে আগামী ২/৩ দিন।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব জানিয়েছেন, বৃষ্টির কারণে তিস্তায় আগামী ২/৩ পানি বাড়তে থাকবে। সম্ভাব্য বন্যার হাত থেকে বাঁচতে তিনি চরাঞ্চলের উঠতি ফসল দ্রুত ঘরে তোলার আহবান জানিয়েছেন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply