খাদ্য সঙ্কটের জন্য দুইটি কারণ উল্লেখ করলেন পুতিন

|

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি।

পশ্চিমা শক্তির কারণেই বিশ্বজুড়ে চলমান খাদ্য সঙ্কট দেখা দিয়েছে, অথচ দায়ী করা হচ্ছে রাশিয়াকে। এমন অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল জাজিরার।

পুতিন বলেন, বৈশ্বিক সঙ্কট মূলত দুই কারণে সৃষ্টি হয়েছে। প্রথমত, মার্কিন মুদ্রানীতির কারণে। দ্বিতীয়ত, রাশিয়ার ওপর পশ্চিমা শক্তির নিষেধাজ্ঞা। পশ্চিমা কড়াকড়ির কারণে রাশিয়া থেকে খাদ্য এবং সার সরবরাহ বন্ধ রয়েছে। অথচ দায়ী করা হচ্ছে মস্কোকে।

গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়ার ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। এতে বন্ধ হয়ে গেছে দেশটি থেকে সব ধরনের শস্য রফতানি। একই কারণে সার এবং সার তৈরির উপকরণ সরবরাহও বন্ধ হয়ে গেছে। ফলে একদিকে খাদ্য সরবরাহ বন্ধ রয়েছে, অন্যদিকে কমেছে উৎপাদন। এজন্য বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে সঙ্কট।

আরও পড়ুন: খরচ কমাতে মন্ত্রী ও সরকারি কর্মচারীদের পেট্রোল কোটা কমালো পাকিস্তান সরকার

রুশ প্রেসিডেন্ট সতর্কতা জানিয়ে বলেন, রাশিয়া কোনো দেশে খাদ্য সরবরাহ বন্ধ রাখেনি। বরং আফ্রিকাসহ যেকোনো দেশে খাদ্য সরবরাহ করতে প্রস্তুত রয়েছে মস্কো।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply